বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ আমেরিকার পাশাপাশি এশিয়ার দেশগুলোর ব্যবহারকারীরা ফেসবুক ও ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার ও ফাইল আপলোডের সময় সমস্যার মুখোমুখি হচ্ছেন।
ফেসবুক ছাড়াও ছবি শেয়ারের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়েছেন অনেক ব্যবহারকারী।
https://downdetector.com/status/facebook/map/
ফেসবুকের সেবা বিঘ্নিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ওয়েবসাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনিডটেক্টর ডট কম। এ ছাড়া ও ফেসবুকের অফিশিয়াল টুইটার থেকে এটি নিশ্চিত হওয়া গেছে।
We’re aware that some people are currently having trouble accessing the Facebook family of apps. We’re working to resolve the issue as soon as possible.
— Facebook (@facebook) March 13, 2019
Discussion about this post