নগরজুড়ে পুলিশের কঠোর নিরাপত্তায় ছাদে বা খোলা জায়গার পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ শুভেচ্ছা বিনিময়ে নতুন বছরকে বরণ করলো নেটিজেনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও হাতিরঝিলসহ নানা এলাকায় সীমিত আকারে অনুষ্ঠিত বর্ষবরণের আয়োজনের ফানুস আর আতশবাজির মনোহর দৃশ্যে সয়লাব হয়েছে ফেসবুক, টুইটার, ইমো, ইনস্টাগ্রাম।
নতুন বছরকে আপন করে নিতে বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুন্য মিনিটের আগেই অনেকের পোস্ট, ম্যাসেজ চোখে পড়ার মতো। অনেক শুভেচ্ছাতেই মাস্কের আড়ালে অস্ফূট হয় ‘শুভ নববর্ষ ২০২১’। উৎসবের মেজাজে থেকেও এসব বার্তায় ফুটে ওঠে নিরাময়ের প্রার্থনা।
অবশ্য সূর্য ডোবার পর থেকেই মেইলে বিনিময় শুরু হয় বর্ষবিদায় ও নতুন বছর বরণের শুভেচ্ছা জিফ। ইউটিউবে যোগ হয় এ সম্পর্কিত নানা ভিডিও। স্বাভাবিক জীবনে ফেরাই আকাঙ্ক্ষাই তীব্র হয়ে উঠেছে নতুন বছরের আগমনী ভিডিওতে।
সব কিছুতেই একটাই আর্তি- নতুন এ বছর হোক উত্তরণের, কালের যাত্রায় এগিয়ে চলার। নতুনের আবাহনে জেগে উঠুক সমগ্র দেশ, বিশ্ব। বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
Discussion about this post